• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

দেওয়ানগঞ্জে, নতুন বছরের আনন্দে "নতুন বই" বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

আজ বুধবার ১লা জানুয়ারি, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের, কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয়ে ছাত্র /ছাত্রীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়। 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ২০১০ সাল হতে ধারাবাহিক ভাবে বাংলাদেশের প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে। 

 

কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ ডাংধরা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি, ডাঃ গোলাম মাহমুদ এর সভাপতিত্বে নতুন বই বিতরণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আঃ গফুর  আর্মি, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শামসুল হক বেপারী, তারিকুল ইসলাম (তারা) সহ ম্যানেজিং কমিটির সকল সদস্য গন ও ছাত্র /ছাত্রীদের অবিভাবক গন। উক্ত অনুষ্ঠানে কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রায়হান কবীর সহ সকল সহকারী শিক্ষক গন উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক ছাত্র /ছাত্রী ও অবিভাবকদের উদ্দেশ্য শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী সকল ছাত্র /ছাত্রীদের বিনামূল্যে নতুন বই ধারাবাহিক ভাবে দেওয়া হয় এবং সরকারের ঘোষণা অনুযায়ী ছাত্র /ছাত্রীদের পোশাক পরিধানের জন্য ছাত্র /ছাত্রী প্রতি ২০০০টাকা করে দেওয়া হবে। যাতে কোন গরিব ছাত্র /ছাত্রীদের পড়াশোনা করতে অসুবিধা না হয়। 

নতুন বছরের শুভেচ্ছা জানায়ে বক্তারা পর্যায়ক্রমে বক্তব্য রাখেন এবং উৎসব মুখর পরিবেশে ছাত্র /ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। 

 

একই ভাবে নতুন বছরের প্রথম দিনেই, উৎসব মুখর পরিবেশে ছাত্র /ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। দ্বিপশিখা উচ্চবিদ্যালয়ে। সেখানেও সকল বক্তাগন বিভিন্ন বক্তৃতার মাধ্যমে বিভিন্ন দিক আলোচনা করেন। সেই সাথে ছাত্র /ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। 

 

নতুন বছরে নতুন বই বিতরণ করা হয়, কাউনিয়ারচর বালিকা উচ্চবিদ্যালয়ে। ম্যানেজিং কমিটির সভাপতি সহ সকল সদস্য গণ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক গন। 

 

একই পদ্ধতিতে নতুন বই বিতরণ করা হয় ডাংধরা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ে। নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে বেজায় খুশি নতুন ক্লাসের ছাত্র /ছাত্রী গণ। তাঁদের মনে আনন্দের জোয়ার উঠেছে। 

 

একই সময়ে ও একই পদ্ধতিতে ছাত্র /ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়, সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ে। 

 

উক্ত বিদ্যালয়ের (অবঃ শিক্ষক)  এম এ বারী আকন্দ এর সভাপতিত্বে নতুন বই বিতরণের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য গন ও নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জয়নুল আবেদীন বিএসসি সহ সকল সহকারী শিক্ষক গন। 

 

একই পদ্ধতিতে নতুন বছরের প্রথম দিনেই নতুন বই বিতরণ করা হয়, সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়,মৌলভীরচর উচ্চবিদ্যালয়ে, মিতালী বহুমুখী উচ্চবিদ্যালয়ে, সাঁকোয়া পাড়া উচ্চবিদ্যালয়ে সহ দেওয়ানগঞ্জ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। সকল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহজ সদস্য গন ছাত্র /ছাত্রীদের উদ্দেশ্য বিভিন্ন জ্ঞান মূলক আলোচনা করেন ও নতুন বই হাতে তুলে দেয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর