• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে শত্রুতার বলি জলাশয়ের মাছ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

পূর্বশত্রুতার জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় শাহাদৎ হোসেন নামে এক মাছ চাষীর জলাশয়ে বিষ প্রয়োগ করে প্রায় দুই লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরের দিকে ক্ষতিগ্রস্ত মাছ চাষী শাহাদৎ হোসেন ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি  গ্রামের গোলাম রব্বানীর ছেলে শাহাদৎ হোসেন দীর্ঘদিন থেকে অন্যের জলাশয় ভাড়া নিয়ে মাছ চাষ করেন। তারই ধারাবাহিকতায় পিরহাটি গ্রামের আব্দুল হামিদের নিকট থেকে প্রায় ৩ বিঘা আয়তনের একটি জলাশয় তিন বছর মেয়াদে ভাড়া নিয়েছেন শাহাদৎ হোসেন। 

 

জলাশয়টির অবস্থান পিরহাটি জিএমসি কলেজের পাশে। সম্প্রতি ওই জলাশয়ে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়েছে। সোমবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কারা ওই জলাশয়ে বিষ প্রয়োগ করে। এতে তিন বিঘা আয়তনের জলাশয়ের সব মাছ মারা যায়। যার আনুমানিক মূল্যে প্রায় দুই লাখ টাকা। এ ঘটনায় শাহাদৎ হোসেন থানায় একটি অভিযোগ দিয়েছেন। তবে ওই অভিযোগ কোন আসামীর নাম উল্লেখ নেই। 

 

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, জলাশয়ে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত আছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর