• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পাবনায় জাস্টিন ট্রুডোর নামে জন্ম নিবন্ধন, দোষী চিহ্নিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্ম নিবন্ধন দেওয়ার ঘটনায় জালিয়াতির প্রমাণ মিলেছে। বহিরাগত এক কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমন জড়িত বলে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইফুর রহমান। ঐ প্রতিবেদনে বলা হয়, জালিয়াতির মাধ্যমে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্ম সনদ তৈরি করা হয়েছে। বহিরাগত কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমন এতে জড়িত। ইউনিয়ন পরিষদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উপ-পরিচালক মো. সাইফুর রহমান বলেন, তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। দোষীদের চিহ্নিত করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। পাবনার জেলা প্রশাসক মো. আসাদুজ্জামানও তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, প্রতিবেদন পেয়েছি। কিন্তু পড়ার সুযোগ এখনো হয়নি। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। উল্লেখ্য, সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নামে পাবনার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়নে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরি করা হয়। বিষয়টি গণমাধ্যমে আসার পর সারাদেশে আলোচনা তৈরি হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর