• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

হজে যেতে বাড়ল বিমান ভাড়া বাড়লো ১২ হাজার টাকা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে যাওয়ার সুযোগ পাবেন এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন এক লাখ ২০ হাজার হজযাত্রী। হাজির সংখ্যা বাড়ার পাশাপাশি এবার হজে যেতে বিমান ভাড়াও বেড়েছে।

চলতি বছর হজে যেতে যাত্রী প্রতি বিমান ভাড়া লাগবে এক লাখ ৪০ হাজার টাকা, যা গত বছর ছিল এক লাখ ২৮ হাজার টাকা।

 

রোববার সকালে সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিমান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সিনিয়র সচিব মহিবুল হক ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাব ও আটাব নেতারা উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর