• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বরিশালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেলো কর্মহীন ১ হাজার পরিবার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জীবনযাপনের কথা বিবেচনায় সরকারের নির্দেশনায় নিরলস কাজ করে যাচ্ছে বরিশাল জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বরিশালের কর্মহীন এক হাজার দরিদ্র, দুঃস্থ, ভাসমান ও অসচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে জেলা প্রশাসন। 
 
মঙ্গলবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে বরিশাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই উপহার সামগ্রী (চাল, ডাল, আলু, তেল ও লবন) বিতরণ করা হয়। একই সাথে করোনায় ক্ষতিগ্রস্থ জেলার ৬০ জন ফটো সাংবাদকর্মীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা স্থানীয় সরকার উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, বরিশাল সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মুনিবুর রহমান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ সহ আরও অনেকে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর