• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বক‌শীগঞ্জ যাত্রী প‌রিবহ‌নে অতিরিক্ত ভাড়া আদায়, মানা হ‌চ্ছেনা স্বা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ আগস্ট ২০২০  

মুসলিম উম্মাহর বড় ধর্মীয় উৎসব প‌বিত্র ঈদুল আযহার নবম দি‌নেও জামালপু‌রের বক‌শীগঞ্জ উপজেলা​ থে‌কে ছে‌ড়ে যাওয়া ঢাকাসহ দে‌শের বি‌ভিন্ন স্থানগামী যাত্রী‌দের জি‌ম্মি ক‌রে দিগু‌ণেরও বে‌শি হা‌রে ভাড়া আদায় করা হ‌চ্ছে। স্বাস্থ‌্যবি‌ধির তোয়াক্কা কর‌ছে না বাস মা‌লিক কর্তৃপক্ষ।

 

গাদাগা‌দি ক‌রে যাত্রী প‌রিবহন নৈ‌মি‌ত্তিক ব‌্যাপার। অ‌নেক যাত্রিবাহী বা‌সে সি‌টেন মাঝখা‌নে প্লা‌স্টি‌কের মোড়া পে‌তে যাত্রী প‌রিবহন কর‌তে দেখা গে‌ছে।

 

রাজধানীগামী বাসগু‌লো থে‌কে ৩শ টাকার ভাড়া আদায় করা হ‌চ্ছে ৭/৮শ টাকা। অসহায় যাত্রীরা নাড়ীর টা‌নে বাড়ী‌তে এ‌সে কর্মস্থ‌লে যাবার প‌থে চো‌খের জ‌লে যা‌চ্ছে।

 

একই কায়দায় বক‌শীগঞ্জ থে‌কে সিএন‌জি অ‌টোরিক্সা ভাড়া আদায় করা হ‌চ্ছে তিনগু‌ণেরও বে‌শি। এছাড়াও বক‌শীগঞ্জ থে‌কে কু‌ড়িগ্রাম জেলার রা‌জিবপুর, রৌমারীগামী যাত্রী‌দের জি‌ম্মি জ‌রে মা‌হিন্দ্র, সিএন‌জি গলাকাটা ভাড়া আদায় কর‌ছে।

 

সিএন‌জি ৫০ টাকার ভাড়া আদায় করা করা হ‌চ্ছে জনপ্রতি ২শ টাকা হা‌রে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর