• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাঁশখালীতে দুর্বৃত্তদের হামলায় বউ-শ্বাশুড়ীসহ আহত ৪: বসতঘর লূটপাট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ জুন ২০২০  

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মধুখালী গ্রামে এক বসতঘরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। তাদের হামলায় মোক্তার আহমদের স্ত্রী ছাবেকুন নাহার (২২) ও তার মা  রেনোয়ারা বেগম (৪২) সহ আহত হয় পরিবারের ৪ সদস্য। এ সময় দূর্বৃত্তরা বসতঘরের আসবাবপত্র ভাংচুর ও লূটপাট চালিয়েছে। তবে এ ঘটনাকে ডাকাত দলের দ্বারা সংগঠিত ঘটনা বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবারটি। বসতঘরে দুর্বৃত্তদের হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে গৃহবধু ছাবেকুন নাহার বাদী হয়ে একই এলাকার মৃত ইজ্জত আলীর পুত্র মোস্তাক আহমদ প্রঃ হন্দাইয়াকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে।

 

মামলা ও থানা সূত্রে জানা যায়, মধুখালী গ্রামের দেলোয়ার হোছেনের পুত্র মোক্তার আহমদের সাথে একই এলাকার ইজ্জত আলীর পুত্র মোস্তাক আহমদের জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতা বিরাজমান। সেই রেশ ধরে শনিবার গভীর রাতে মোস্তাক আহমদের নেতৃত্বে একদল দূর্বৃত্ত মোক্তার আহমদের বসতঘরে হানা দেয়। এ সময় দূর্বৃত্তের বসতঘরের আসবাবপত্র তছনছ ও লূটপাট চালায়। দূর্বৃত্তদের মোক্তার আহমদের স্ত্রী ছাবেকুন নাহার বাঁধা দিতে গেলে এলোপাতাড়ি মারধর করে তারা। তাদের হামলায় পরিবারের ৪ সদস্য গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের ওসি মোঃ রেজাউল করিম মজুমদার বলেন, ছনুয়া মধুখালী গ্রামের এক পরিবারে পূর্ব শত্রুতা বশত হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর