• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সখীপুরে দাদী হত্যা মামলায় নাতি গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ মে ২০২১  

টাঙ্গাইলের সখীপুরে ঈদের কেনাকাটা নিয়ে বিরোধের জের ধরে নাতির লাঠির আঘাতে দাদি খুনের ঘটনায় নাতি নাজমুল হোসেনকে (২১)  গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ উপজেলার আন্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গতকাল বুধবার রাতে নিহতের ছেলে আকবর হোসেন বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া নাজমুল উপজেলার দেবলচালা গ্রামের লাবু মিয়ার ছেলে।
প্রসঙ্গত: বুধবার  বিকেলে উপজেলার দেবলচালা গ্রামে ঈদের কেনাকাটা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে নাতির লাঠির আঘাতে দাদি খুন হন।
নিহত দাদির নাম শরীফুননেছা (৬০)। সে উপজেলার আন্দি-দেবলচালা গ্রামের আবদুল বাছেদের স্ত্রী।
 

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে নাতি নাজমুল হোসাইন ঈদের কেনাকাটা করার জন্য সখীপুর উপজেলা শহর  আসতে চায়। ওই সময় তাঁর দাদি নাজমুলের ফুপুকে নিয়ে বাজারে যেতে বললে দাদি-নাতির মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পাশে থাকা একটি লাঠি দিয়ে দাদির মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। স্বজনেরা সঙ্গে সঙ্গেই গুরুতর আহত দাদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
 
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক আজ বৃহস্পতিবার সকালে  বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার একমাত্র আসামি নাজমুলকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর