• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বেশি দামে আলু বিক্রি করায় সাদুল্লাপুরে ৪ ব্যবসায়ীর জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২০  

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রির দায়ে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় চার আলু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধাপেরহাটের ‘আর ভরসা’ কোল্ড স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম। এসময় আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে বিকেলে ওই কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে আলু বিক্রির প্রমাণ মেলায় ব্যবসায়ী আফসার আলী, স্বপন মিয়া ও আনারুল ইসলামকে ১০ হাজার করে ৩০ হাজার ও গোবিন্দ চন্দ্র সাহারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায় এসময় র‌্যাব ১৩ গাইবান্ধা টিমের এএসপি মুন্না বিশ্বাসের নেতৃত্বে একটি টিম সার্বিক সহযোগীতা করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর