• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ভ্যাকসিনে রক্ত জমাট বাঁধার প্রমাণ পায়নি অ্যাস্ট্রাজেনেকা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১  

অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিন নেওয়ার ফলে মানবদেহে রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এক পর্যালোচনায় তথ্যটি জানিয়েছে কোম্পানিটি সোমবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ইউরোপে এ ভ্যাকসিন নেওয়ার পর কয়েকজনের দেহে রক্ত জমাট বেঁধেছে বলে অভিযোগ উঠেছিল। সেই প্রেক্ষিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করা এক কোটি ৭০ লাখেরও বেশি মানুষের ওপর রিভিউ করেছে কোম্পানিটি।


অ্যাস্ট্রাজেনেকা বলেছে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে এক কোটি ৭০ লাখেরও বেশি মানুষ আমাদের ভ্যাকসিন নিয়েছেন। তাদের সুরক্ষা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, শিরায় রক্ত জমাট বাঁধা বা অন্য কোনো ঝুঁকির মুখে তারা পড়েননি।

আয়ারল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং নেদারল্যান্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার স্থগিত করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এ ভ্যাকসিন ব্যবহারে কোনো ঝুঁকি নেই।

ইউরোপীয়ান মেডিসিন এজেন্সিও একই কথা বলে জানিয়েছে, এ ভ্যাকসিন ব্যবহারের ফলেই দেহে রক্ত জমাট বাঁধছে এমন কোনো প্রমাণ নেই।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর