• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কৃষকের ধান কেটে দিয়ে প্রশংসায় ভাসচ্ছেন ছাত্রলীগ নেতা মুকুল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

লকডাউনে শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে ৬৫ শতাংশ জমির পাকা ধান কাটতে পারছিলেন না টাঙ্গাইলের সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর চরপাড়া গ্রামের কৃষক নবী মিয়া (৫৫)। খবর পেয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক, কাগমারী কলেজ ছাত্র সংসদের ভিপি শাফিউল আলম মুকুল সেখানে ছুটে যান। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগের ৫০ জন নেতাকর্মী নিয়ে শাফিউল আলম মুকুল শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে কৃষক নবী মিয়ার ৬৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দেন। হঠাৎ রাজপথের ছাত্রলীগের নেতাকর্মীদের কৃষকের ক্ষেতের ধান কাটতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সচেতনমহলসহ স্থানীয়রা।
এসময়-টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাফিউল আলম মুকুল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ, জেলা ছাত্রলীগের সদস্য রনক সবুজ বাবু, প্রিন্স আহমেদ পরশ্, সরকারি এম এম আলী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কবির মিয়া, শাহরুখ আহমেদ শান্ত, শহর ছাত্রলীগের তামিম, প্রান্ত, দ্যাইনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেলসহ জেলা, উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কৃষক নবী মিয়া বলেন, ছাত্রলীগের ভাইয়েরা আমার ক্ষেতের ধান কেটে ও মাড়াই করে দিয়ে গেছে আমি অনক খুশি । ছাত্রলীগের ভাইগো ধন্যবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাফিউল আলম মুকুল বলেন, করেনা-কালীন সময়ে অসহায়, দরিদ্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাফিউল আলম মুকুলের নেতৃত্বে ৫০ জন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে ও মাড়াই করে দেন। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর