• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেলান্দহে ২৬০ গৃহহীনদের মাঝে ঘর বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২১  

মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহে ২৬০ জন গৃহহীনরা ঘরের দলিল গ্রহণ করেছে।

মেলান্দহ (জামালপুর): জামালপুরের মেলান্দহে ২৬০ জন গৃহহীনরা ঘরের দলিল গ্রহণ করেছে।

মুজিববর্ষ উপলক্ষে জামালপুরের মেলান্দহে গৃহহীন ২৬০ পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়। ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর বিতরণের উদ্ধোধনের পর মেলান্দহ উপজেলা প্রশাসন আনুষ্ঠানিক ভাবে এই ঘর বিতরণ করেছে। 

 

এ উপলক্ষে বেলা সাড়ে ১১টার দিকে মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ মইনুল ইসলাম, পিআইও আ: রাজ্জাক, উপজেলা আ‘লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ মিয়াসহ সকল দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। 

 

আলোচনা শেষে ২৬০ গৃহহীনদের মাঝে ঘরের দলিলসহ আনুসাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর