• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

যানবাহনে চলাচলের সময় যে আমল করতে হয়

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

মায়ের কোল থেকে কবর পর্যন্ত একজন মানুষের জীবনের পরতে পরতে রয়েছে ইসলামী নির্দেশনা, যার ওপর আমল করা হলে একজন মানুষ সোনার মানুষে পরিণত হতে পারে। একটি জীবন হতে পারে ফুলের মতো সুন্দর ও নিরাপদ।    ভ্রমণ কিংবা চলাচল মানবজীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। নিম্নে এ-সংক্রান্ত দোয়া ও আমল তুলে ধরা হলো-   আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি সাওয়ারীতে বসার সময় নিম্নের দোয়াটি পাঠ করতেন। দোয়াটি পশু ও যান্ত্রিক যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য।    মুমিনের উচিত সফরের সময় পরকালীন কঠিন সফরের (মৃত্যু) কথা স্মরণ করা। যা অবশ্যই সংঘটিত হবে।     সড়কপথে যানবাহনে চলাচলের দোয়া-   আরবি ইচ্চারণ:   سُبْحانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ   وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ   বাংলা উচ্চারণ : সুবহানাল্লাজি সাখখারা লানা হা-জা ওয়ামা কুননা লাহু মুক্বরিনীন, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবুন। (সূরা: যুখরূফ, আয়াত: ১৩-১৪)।   অর্থ : মহান পবিত্র তিনি, যিনি আমাদের জন্য এটাকে (যানবাহনকে) অধীন-নিয়ন্ত্রিত বানিয়ে দিয়েছেন, নতুবা আমরাতো এটাকে বশ করতে সক্ষম ছিলাম না। একদিন আমাদেরকে আমাদের প্রভুর নিকট অবশ্যই ফিরে যেতে হবে।   নদীপথে যানবাহনে চলাচলের দোয়া-   নদী পথে নৌকা বা জাহাজ ইত্যাদিতে ভ্রমণের ক্ষেত্রে এই দোয়া পড়া-   ‘বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসা-হা, ইন্না রাব্বি লা গাফুরুর রহিম।’   যানবাহনে আরোহনের সময় প্রাসঙ্গিক সুন্নত-   (ক) যানবাহনে উঠার সময় ‘বিসমিল্লাহ’ বলে পা রাখা। (তিরমিজি)   (খ) যানবাহনের উঠার পর স্থির হলে বা বসার পর ‘আলহামদুলিল্লাহ’ বলা তার পর আরোহনের দোয়াটি পড়া। (তিরমিজি)।   (গ) দোয়া পড়ার পর তিনবার ‘আলহামদুলিল্লাহ’ এবং তিনবার ‘আল্লাহু আকবার’ বলা। (তিরমিজি)।   ভ্রমণ অবস্থায় সাওয়ারি (যানবাহন) যখন ওপরের দিকে ওঠে, তখন ‘আল্লাহু আকবার’ আর যখন নিচের দিকে নামে তখন ‘সুবহানাল্লাহ’ পড়া।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর