• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৯  

কুড়িগ্রাম জেলাধীন  রৌমারী উপজেলায় কোরিয়া সরকারের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র পরিবারের মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ, ঘর, টয়লেট নির্মাণ ও টিউবওয়েল স্থাপনে কাজের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি।

 

 

গতকাল বৃহস্প্রতিবার দুপুর ১টার দিকে কোরিয়ান সরকারের সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)’র অর্থায়নে কপিওন ও হোপ বাংলাদেশের ব্যবস্থপনায় স্থানীয় সংস্থা সিএসডিকে’র সহায়তায় রৌমারী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র চারশত চল্লিশটি পরিবারের মাঝে চাউল ২০কেজি, মুসুর ডাল ৪কেজি, সয়াবিন তৈল ৫লিটার, চিনি  ৪কেজি, লবন  ২কেজি, ৫০০গ্রাম গুড়াদুধ  খাদ্য প্যাকেজ বিতরণ করা হয়েছে। এছাড়াও ৪৫টি মেঝেপাকা টিনসেট ঘর, ৩০টি টয়লেট ও ১৫টি টিউবওয়েল ৯০টি পরিবারকে বিনা মুল্যে প্রদান করা হয়েছে।

 

Distribution of relief to flood-affected families

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, হোপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. কিয়ং ইয়ুব লি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম, সিএসডিকে এনজিও’র নির্বাহী পরিচালক মো. আবু হানিফ, ইউটিসিডাবøউটিবি’র চেয়ারম্যান মি.তরুন চাম্বু গং, হোপ বাংলাদেশের সমন্বয়কারী মি. অনিল সিংহ, প্রোগ্রাম ম্যানেজার জনবৃগেন, সিএসডিকে সহকারী নির্বাহী পরিচালক আমির হোসেন প্রমূখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর