• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শতাধিক চিকিৎসক নিয়ে চালু হলো যুবলীগের টেলিমেডিসিন সেবা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের মানুষকে সেবা দিতে ২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা চালু করেছে যুবলীগ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে প্রায় শতাধিক চিকিৎসক নিয়ে এ সেবা চালু করা হয়।

সোমবার চিকিৎসকদের নাম ও মোবাইলসহ বিস্তারিত প্রকাশ করেছে কেন্দ্রীয় যুবলীগ। দেশের যেকোনো জেলা থেকে প্রকাশিত নম্বরে ফোন করলেই সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেয়া যাবে। ২৪ ঘণ্টা খোলা থাকবে এ কার্যক্রম।

২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী। এছাড়া সমন্বয়ক হিসেবে রয়েছেন সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, ফরিদ রায়হান, মাহফুজার রহমান উজ্জ্বল, মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফি, আওরঙ্গজেব আরু ও মো. রায়হান সরকার রিজভী। সমন্বয়ক টিমের সদস্য হিসেবে রয়েছেন যুবলীগের আরো অনেক সদস্য।

এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পরামর্শে দেশের মানুষকে সেবা দিতে আমরা এ টিম চালু করেছি। লকডাউনে থাকা অসহায় মানুষের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে আমরা এ উদ্যোগ নিয়েছি। দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নেয়া যাবে।

টেলিমেডিসিন সেবা কার্যক্রমের প্রধান সমন্বয়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা চিকিৎসকদের নিয়ে টেলিমেডিসিন টিম গঠন করা হয়েছে। রাজনীতি হলো দেশের মানুষের সেবা করা। তাই মানুষের সেবা করার জন্যই এ সেবা চালু করেছে যুবলীগ। এ টিমের মাধ্যমে ২৪ ঘণ্টাই চিকিৎসা দেবেন শতাধিক চিকিৎসক।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর