• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

শেরপুরে করোনা আক্রান্ত আরো ছয়জন, অর্ধশতাধিক বাড়ি লকডাউন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২০  

শেরপুরে দুই চিকিৎসক ও এক ওসিসহ নতুন করে আরো ছয় করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট ১৩ জন করোনাক্রান্ত রোগী আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

 

এর প্রেক্ষিতে সিভিল সার্জনসহ ৩২ জন স্বাস্থ্যকর্মী বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া জেলা সদর হাসপাতাল ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ অর্ধশতাধিক বাড়ি লকডাউন করা হয়েছে। অন্যদিকে ঝিনাইগাতী থানায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা পুলিশ।

 

শুক্রবার রাতে পৃথক পৃথকভাবে জেলা স্বাস্থ্য ও পুলিশ বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন । সিভিল সার্জন ডা. এ কে এম আনোয়ারুর রউফ জানান, জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সদর হাসপাতালের এম্বুলেন্স চালক, সিভিল সার্জন অফিসের অফিস সহায়ক ও ঢাকা ফেরত এক পোশাক কর্মী নতুন করে করোনাক্রান্ত হয়েছেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর