• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে আরো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আরো এক ব্যক্তি প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামে। গতকাল ২৯ এপ্রিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া প্রতিবেদনে তার করোনা পজেটিভ আসে। এ পর্যন্ত সরিষাবাড়ী উপজেলায় মোট চারজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলো।

 

সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজী রফিকুল হক জানান, গত ২৭ এপ্রিল উপজেলা হাসপাতাল থেকে করোনা ভাইরাস আছে সন্দেহে চারজনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ২৯ এপ্রিল আসা প্রতিবেদনে তাদের মধ্যে সরিষাবাড়ী পৌরসভার ধানাটা গ্রামের একজন পুরুষের করোনা পজেটিভ আসে। তার বয়স ৩৬ বছর। বাকি তিনজনের করোনা নেগেটিভ আসে। নতুন করে আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা হাসপাতাল সংলগ্ন মাস্টার ডায়াগনোস্টিকের মালিকের ছেলে।

 

তিনি আরো জানান, খবর পেয়ে রাতেই পৌর এলাকার ধানাটা গ্রামের নতুন আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি ও মাস্টার ডায়াগনোস্টিক সেন্টারটি লকডাউন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে জামালপুর সদর হাসপাতালের স্বতন্ত্র করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি ও মাস্টার ডায়াগনোস্টিক সেন্টারটি লকডাউন করা হয়েছে। ওই সেন্টারে কর্মরত সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর