• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের অপরাধে কারাদণ্ড

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহারের অপরাধে দুইজনকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৪ ডিসেম্বর দুপুরে পৌরসভার আরামনগর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মনোহারি দোকানদার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জিনাত আলী (২০) ও ধনবাড়ী উপজেলার বানিয়াজান গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুল হালিম (২২)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ।

নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার করায় পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬ (ক) ধারা অনুযায়ী তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর