• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে পুলিশ লাঞ্চিত: গ্রেপ্তার-২, ২ পুলিশ প্রত্যাহার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০  

জামালপুরের সরিষাবাড়ীতে আসামী ধরার সময় পুলিশকে লাঞ্চিত ঘটনায় শশুর জামাল উদ্দিন (৬৫) ও শাশুড়ি রোজিনা বেগমকে (৫৫) শেষে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ১৫ ফেব্রুয়ারি শনিবার রাতে সিভিল ড্রেস পরে আসামি গ্রেপ্তার করতে যাওয়ায় এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল জাহানারা বেগমকে প্রত্যাহার করা হয়েছে। 

 

জানা গেছে, সরিষাবাড়ী থানার এএসআই হুমায়ুন কবীর ও কনস্টেবল জাহানারা বেগম 

সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রামের ওবাইদুর রহমানের স্ত্রী মমতাজ বেগমের (৪০)’র বিরুদ্ধে তেজগাঁও থানার মাদক কারবারির মামলার (নং-৩৬/৩/০৭, জিআর ১৬৮/০৭) গ্রেফতারি পরোয়ানা ছিল। 

 

বৃহস্পতিবার দুপুরে সাদা পোষাক পরে ওই দুই পুলিশ ওয়ারেন্টভ‚ক্ত আসামী মমতাজ বেগমকে গ্রেপ্তার করতে যায়। এ সময় স্থানীয়রা ভুয়া পুলিশ সন্দেহে দুই পুলিশকে আটকে রাখে। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে। একই সাথে আসামীর শ^শুর-শাশুড়ীকেও গ্রেপ্তার করা হয়। সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর