• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে হারভেস্টার মেশিন কৃষকের কাছে হস্তান্তর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কৃষকদের ধান কাটার জন্য কমপ্যাক্ট হারভেস্টার মেশিন কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

 

এ সময় সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ও সাখাওয়াত হোসেন মুকুল উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কমপ্যাক্ট হারভেস্টার মেশিন জন্য ব্যবহার করতে পারেন। ফোন নাম্বার গুলো এখানে দিয়ে দেওয়া হলো। এই মেশিনগুলো প্রতিটি ১০০ শতক জমির ধান প্রতি ঘন্টায় কাটতে সক্ষম।

 

বোরো ধানের জমি হতে সময়মত ধান গোলায় ভরতে এই মেশিনগুলো সহায়তা করবে যা বর্তমান সরকারের কৃষিকে যান্ত্রিকীকরণের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয় ও ব্যাক্তির যৌথ বিনিয়োগে ক্রয় করা হয়েছে।

 

কৃষিতে অধিকতর বিনিয়োগ ও বিজ্ঞানসম্মত উপায়ে যান্ত্রিকীকরণের মাধ্যমে সবার জন্য খাদ্য চাহিদা মেটাতে সক্ষম হবে বলে বর্তমান সরকারের এ উদ্যোগ সফল করার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ, সরিষাবাড়ী সবার একান্ত সহযোগীতা কামনা করছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর