• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সরিষাবাড়ীতে ৭ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০  

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাতজনকে জরিমানা করা হয়েছে। ৮ ডিসেম্বর দুপুরে উপজেলার পোগলদিঘা ইউসিয়নের বয়ড়া বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফাইজুল ওশিমা নাহাত অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঘরের বাইরে বের হতে হলে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারিভাবে এমন নির্দেশনা দেওয়া থাকলেও সচেতনতার অভাবে অনেকেই তা মানছেন না। তাই জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ৫০০ টাকা করে এবং চারজনকে ২০০ টাকা করে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম ফাইজুল ওশিমা নাহাত এ প্রতিবেদককে বলেন, করোনার সংক্রমণ রোধে এই অভিযান চালানো হয়েছে। অভিযান চলার সময় বাজারে আসা বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হয়। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর