• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে উৎপাদিত হচ্ছে মেডিকেল অক্সিজেন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

বিশ্বের সাথে পাল্লা দিয়ে দেশেও করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে। আর এ করোনায় আক্রান্তদের মেডিক্যাল অক্সিজেন বা তরল অক্সিজেনের সিংহভাগ যোগান দিচ্ছে টাঙ্গাইলের বিআইজিএল নামের একটি প্রতিষ্ঠান। 

গেলো বছরের ১৮ মার্চ ঔষধ প্রশাসনের নির্দেশনায় অক্সিজেন উৎপাদন করছে টাঙ্গাইলে বিসিক শিল্প নগরীর মেসার্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল গ্যাসেস লিমিটেড নামের এ প্রতিষ্ঠানটি। আর উৎপাদিত অক্সিজেন চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায়।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন জানান, বিআইজিএল ২০০০ সাল থেকে মেডিকেল অক্সিজেন উৎপাদন করছেন। যার বার্ষিক উৎপাদন ক্ষমতা এক কোটি ৪০ লাখ ঘনমিটার। বর্তমানে দৈনিক ৭৫০ ঘনমিটার অক্সিজেন উৎপাদিত হলেও প্রতিষ্ঠানটির ২০০০ ঘনমিটার পর্যন্ত উৎপাদনের সক্ষমতা আছে বলে জানিয়েছেন তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর