• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রোববার থেকে মাদারীপুরে ভার্চুয়াল কোর্টের কাজ শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ মে ২০২০  

মাদারীপুরে গতকাল রোববার থেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু করা হয়।

 

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ছুটিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের বিচার কার্যক্রম চালু করেছে। এরই ধারাবাহিকতায় আদালতের কার্যক্রম শুরু হয়। ইমেইলের মাধ্যমে আইনজীবীরা আবেদন জমা দিলে জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র সাহা ভার্চুয়াল আদালতের মাধ্যমে একটি আপিল মামলায় আসামির জামিন মঞ্জুর করেন।

 

মাদারীপুর কোর্টের পিপি সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদারীপুরে এই প্রথম প্রযুক্তির ব্যবহার করে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচার কাজ শুরু হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর