• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে পচা মাংস বিক্রির দায়ে জেল, দোকান সিলগালা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

কুড়িগ্রামের রৌমারীতে গরুর পচা মাংস ও মাংসে পুরাতন রক্ত মেখে বিক্রি করার দায়ে শফিকুল ইসলাম (২৯) নামের এক মাংস বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা শহরের (শাপলা চত্বর) ভোলা মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান খান। 

এ ছাড়া পচা মাংস বিক্রির অভিযোগে উপজেলার বড়াইকান্দি বাজারে মেহেদী মাংস ঘর নামক এক দোকান সিলগালা করেন ওই ম্যাজিষ্ট্রেট। অভিযুক্ত শফিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের নটানপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, গতকালের (রবিবার) জবাই করা গরুর মাংস ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া মাংসে পুরাতন রক্ত ব্যবহার হয়েছে। 

সোমবার সকালে খবর পেয়ে তাৎক্ষণিক বিক্রেতা মাংসের দোকানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শফিকুল ইসলামকে এক মাংস বিক্রেতাকে এক মাসের জেল দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, উপজেলার বড়াইকান্দি বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে শৌলমারী ইউনিয়নের পুরারচর এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে রফিকুল ইসলাম নামের এক মাংস বিক্রেতার দোকানঘর সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- রৌমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রৌমারী থানার উপ-সহকারী পরিদর্শক ফাইসাল হোসেন।
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর