• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ঢাবিতে প্রথম চট্টগ্রামের অথৈ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ব্যবসায় শিক্ষা অনুষদের ফল প্রকাশিত হয়েছে। এতে প্রথম হয়েছেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী অথৈ ধর। বৃহস্পতিবার বিকেলে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। প্রকাশিত ফল অনুযায়ী, ১০৫ দশমিক ৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন অথৈ ধর। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৩২০৩৪৫১। তার পরীক্ষা অঞ্চল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করে চার হাজার ৫৮২ জন। শতাংশের হিসাবে যা ১৩ দশমিক ৩৩। বাকি ৮৬ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী ফেল করে। উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর