• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

রামুতে ছুরিকাঘাতে যুবককে হত্যা, আটক ২

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

কক্সবাজারের রামুতে নাজেম মওলা সাহেদ হত্যাকাণ্ডে জড়িত দুজনকে আটক করেছে রামু থানা পুলিশ। বুধবার মধ্যরাতে কচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, কচ্ছপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমলাপাড়া এলাকার কাদের মিস্ত্রির ছেলে আলাউদ্দিন ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে ওসমান। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানিয়েছে রামু থানার ওসি মো. আবু তাহের দেওয়ান। তিনি জানান, আটক ২ জনসহ মোট ৩ জন গত মঙ্গলবার রামুর কচ্ছপিয়া ইউনিয়নের বধুপাড়া ব্রিজের মাথায় অবস্থান করছিলেন। এ সময় জনৈক ফেরদৌস প্রকাশ ফিরোর সঙ্গে তাদের ৩ জনের কথা-কাটাকাটি হয়। ফেরদৌস বিষয়টি সাহেদকে কল করে জানালে তাৎক্ষণিক সাহেদ ঘটনাস্থলে পৌঁছলে তার সঙ্গে কথা-কাটাকাটি লাগে। একপর্যায়ে তাদের ৩ জনের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে নাজেম মাওলা সাহেদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল নেয়ার পথে তিনি মারা যান। ওসি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের মোবাইলের লোকেশন ট্র্যাক করে ২ জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামি পেঠান সওদাগরের পুত্র দেলোয়ার পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর