• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বরগুনায় ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

বরগুনায় ধর্ষণ মামলায় আমীর হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। বুধবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মশিউর রহমান খান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন বরগুনার পাথরঘাটার রুহিতা গ্রামের ইসমাইল খানের ছেলে। জানা গেছে, ২০০৬ সালের ১৬ এপ্রিল রাতে ভুক্তভোগী তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন আমীর হোসেন। এ সময় ওই তরুণীর চিৎকারে পরিবারের সদস্যরা আমিরকে আটক করে। পরে ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বিয়ে না করায় ২০ এপ্রিল আমিরসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী। ওই মামলায় বুধবার আমির হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় আদালত।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর