• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

টাঙ্গাইলে ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে মানববন্ধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

টাঙ্গাইলে ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। টাঙ্গাইল প্রেস ক্লাবে বুধবার দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার সাকিবুল আলম। তিনি বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দুই দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। দাবিগুলো হলো- ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায় উন্নীতকরণ এবং চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন। পরে তারা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন করে। মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. অরূপ কুমার পাল ও সাধারণ সম্পাদক ডা. সাকিবুল আলমসহ ইন্টার্ন নেতারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সারা দেশে ইন্টার্ন চিকিৎসকরা দুই দফা দাবিতে ২৩ মার্চ থেকে কর্মবিরতি পালন করে আসছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর