• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেল ২২ শিশু-কিশোর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

সোনাগাজী উপজেলার ২নং বগাদানা ইউনিয়নের বগাদানা জামে মসজিদে নিয়মিত ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করায় বাইসাইকেল পেয়েছে ২২ জন শিশু-কিশোর। শুক্রবার জুমার নামাজের পর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের উপস্থিতিতে বগাদানা জামে মসজিদ চত্বরে কিশোরদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। স্থানীয়রা জানান, মাহে রমজানের আগে শিশু-কিশোরদের মসজিদে এসে নামাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়াতে পুরস্কার ঘোষণা করেন উপজেলার বগাদানা জামে-মসজিদ কমিটি। যেসব শিশু-কিশোর টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে- এ ঘোষণার পর থেকে ওই এলাকার শিশু-কিশোররা মসজিদে এসে নামাজ আদায়ে আগ্রহী হয়ে ওঠে। ওই সময় নিয়মিত নামাজে অংশ নেওয়া শিশু-কিশোরদের নাম রেজিস্ট্রেশন ও জামাতে নামাজ শেষে ইমামের স্বাক্ষর সংগ্রহ বাধ্যতামূলক করে দিয়ে ৪০ দিন পর্যন্ত এই কিশোরদের মসজিদে অংশগ্রহণ নিয়ে পরীক্ষা চলে। টানা ৪০ দিনের প্রতিযোগিতায় ২২ জন কিশোর বিজয়ী হয়। মসজিদ কমিটির সেক্রেটারি ডা. এমএ ইউসফ বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ জোগাতে এমন আয়োজন করা হয়েছে। ১০-১৮ বছরের কিশোররা যদি ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে প্রত্যেককে একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে- এ ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার শিশু-কিশোররা মসজিদে নামাজ আদায় করতে শুরু করে। তাদের মধ্য থেকে ৪০ দিন জামাতে নামাজ পড়া যাচাই-বাছাই করে সাইকেল এবং বাকিদের টাকা পুরস্কার দেওয়া হয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য বগাদানা জামে মসজিদ কমিটির উদ্যোগে এমন পদক্ষেপ নেওয়া হয়। স্থানীয়রা বলেন, এ কার্যক্রম বাচ্চাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলেছে। আমরা বিষয়টি কিছু দিন ধরে লক্ষ্য করছি যে, ছেলেরা নামাজে নিয়মিত আসছে। তাদের পদচারণায় মসজিদ সব সময় মুখরিত হচ্ছে। পুরস্কারপ্রাপ্ত কিশোররা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলে- আমরা মসজিদে ৪০ দিন নিয়মিত ৫ ওয়াক্ত পড়ার কারণে আমাদের পুরস্কৃত করা হয়েছে। এমন পুরস্কার পেয়ে আমাদের কাছে অনেক খুশি লাগছে। তাছাড়া নামাজে অংশ নেওয়ায় নামাজের নিয়মকানুনসহ গুরুত্বপূর্ণ দোয়া-দরুদও আমরা শিখতে পেরেছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর