• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ঢাবিতে শিক্ষা-গবেষণা বিষয়ক শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৩  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা-গবেষণা ওপর শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৫০ জন শিক্ষক অংশ নেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের শহীদ ড. সাদাত আলী কনফারেন্স রুমে অনুষ্ঠেয় এ কর্মশালার মূল বিষয় ছিল- ‘The Impact of Gender and Inclusive Pedagogies on Students' Participation and Learning Achievement at Secondary School during the Pandemic and Beyond’. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট রিচার্স সেন্টার (আইডিআরসি)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ঐ কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, যে দেশের শিক্ষা ব্যবস্থার ভিত বেশি মজবুত, সে দেশ অর্থনৈতিকভাবে বেশী শক্তিশালী। তাই আমাদের বিশাল জনশক্তিকে চাহিদা ভিত্তিক শিক্ষার আলোকে গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্ম বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে পারলে দ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জন সম্ভব হবে। কর্মশালা থেকে প্রাপ্ত জ্ঞান শ্রেণিকক্ষে ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী ও সৃজনশীল শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম ও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর