• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

আজ ০৮ নভেম্বর (বুধবার), ২০২৩ ইংরেজি। ২৩ কার্তিক, ১৪৩০ বাংলা। ২৩ রবিউস সানি, ১৪৪৫ হিজরি। আজ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১১তম (অধিবর্ষে ৩১২তম) দিন। বছর শেষ হতে আরো ৫৪ দিন বাকি রয়েছে।
ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ঘটনাবলি:

১৮৮১- সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সম্পাদনায় বালক-বালিকাদের পাঠ্য সাপ্তাহিক ‘আর্যকাহিনী’ প্রকাশিত হয়।
১৯০২- গহরজানের গান দিয়ে কলকাতায় এশিয়ার প্রথম রেকর্ডিং শুরু হয়।
১৯৩৯- হিটলারের জার্মান বাহিনী ব্রিটেন আক্রমণ করে।
১৯৯১- স্পীকার আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের রাষ্ট্রপতি হন।
১৯৯৮- বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ে ফারুক, রশিদ, ডালিমসহ ১৫ জনের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মৃত্যুদন্ড ঘোষণা করা হয়।

জন্ম:

১৯০০- বাঙালি ব্যঙ্গচিত্র শিল্পী কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী।
১৯০৯- শাস্ত্রীয় সংগীত শিল্পী আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়।
১৯২১- রবীন্দ্র সংগীত শিল্পী সুবিনয় রায়।
১৯৮৮- কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা জেসিকা লউন্ডেস।

মৃত্যু:

১৬৭৪- ইংরেজ কবি জন মিলটন।
১৯৬০- ভারতীয় বিমান বাহিনীর প্রথম ভারতীয় চীফ অব দ্য এয়ার স্টাফ সুব্রত মুখার্জী।
১৯৫৩- নোবেল বিজয়ী রুশ লেখক ইভান বুনিন।
১৯৮৫- রবীন্দ্রজীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়।

দিবস:

বিশ্ব নগরায়ন দিবস
বিশ্ব রেডিওলোজি দিবস

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর