• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

“বাংলাদেশের স্বাস্থ্যসেবা ভালো বলেই সব কর্মকাণ্ড স্বাভাবিক”

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০  

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। জনসংখ্যার ঘনত্বের মধ্যেও সরকারের যুগোপযোগী পদক্ষেপেই দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুহার অনেক কম। আমাদের স্বাস্থ্যসেবা ভালো বলেই দেশের সব কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলছে।
শনিবার বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে কর্নেল মালেক মেডিকেল কলেজের বেইজ সেন্টার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে ৩৮টি মেডিকেল কলেজ, ২০ থেকে ২২টি ইনস্টিটিউট, জেলা উপজেলা ও প্রত্যন্ত এলাকায় হাসপাতালের মাধ্যমে দেশের মানুষকে স্বাস্থ্যসেবা দেয়া হচ্ছে। সবাই স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার করলে দেশ থেকে আরো আগেই করোনা বিদায় নিতো।

দেশে সাড়ে আট লাখ মানুষ অন্ধত্বে ভুগছে জানিয়ে জাহিদ মালেক স্বপন বলেন, অন্ধ মানুষের চিকিৎসার জন্য সরকার কমিউনিটি ভিশন সেন্টার চালু করেছে। কমিউনিটি ভিশনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিশেষজ্ঞ চক্ষু ডাক্তারের সেবা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী চিকিৎসা আজ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।

কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বেইজ সেন্টারের মাধ্যমে মানিকগঞ্জে সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর ও সিংগাইর, ঢাকা জেলার দোহার, গাজীপুর জেলার কালিয়াকৈর এবং টাঙ্গাইল জেলার কালিহাতি ও নাগরপুরেও ভার্চুয়াল সভার মাধমে ভিশন সেন্টার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে দুপুরে সাটুরিয়া উপজেলার হরগজ ইউপির বালুরচর ভায়া নয়াপাড়া সড়কে চার কোটি ২০ লাখ ৯৬ হাজার ৯৬০ টাকার ব্যয়ে একটি সেতুর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর