• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

আজ ১৫ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হলো

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

বাংলাদেশের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। আজ বুধবার এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ৬১১ জন, স্কুল পর্যায়ে ৯ হাজার ৬৩ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৪৫৬ জন উত্তীর্ণ হয়েছেন।

 

এনটিআরসিএর ওয়েবসাইট থেকে সন্ধ্যা ৬টার পর থেকে পরীক্ষার ফল জানা যাবে। এছাড়া মোবাইলে এসএমএস করে উত্তীর্ণদের ফল জানানো হবে।

 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে স্কুল-২ পর্যায়ে ৭৪১ জন, স্কুল পর্যায়ে ১০ হাজার ৫৭৯ জন এবং কলেজ পর্যায়ে এক হাজার ৫৮১ জন মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

 

২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এই পরীক্ষা নেয়া শুরু করে। স্কুল-কলেজের পরিচালনা পর্যদের ক্ষমতা খর্ব করে এনটিআরসিএর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেধারভিত্তিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে সরকার ।

 

পরীক্ষায় উত্তীর্ণদের এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেয়া হবে। তাছাড়া ntrca.gov.bd ও ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাচ্ছে এই ফল।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর