• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সানন্দবাড়ীতে সিএনপি ও পিডিএইচ ভলান্টিয়ারদের মাসিক মিটিং

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সিএনপি ও পিডিএইচ ভলান্টিয়ারদের মাসিক মিটিং এর আয়োজন করা হয়।

 

আজ রবিবার ৫ই জানুয়ারি সানন্দবাড়ী ডিগ্রী কলেজে এ মিটিংয়ের আয়োজন করা হয়।

 

 ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন এর তত্ত্বাবধানে, উন্নয়ন সংঘ বাস্তবায়নে,BIeNGS প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, জামালপুর ও শেরপুর জেলায়।

 

দেওয়ানগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর শাহানা পারভীন এর শুভেচ্ছা বক্তব্য এর মাধ্যমে মিটিংয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তিনি সকল সিএনপি ও পিডিএইচ ভলান্টিয়ারদের মিলেমিশে দায়িত্বশীল হয়ে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন। 

 

উক্ত মিটিংয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর (জামালপুর ও শেরপুর জেলার) মোঃ হারুন অর রশিদ (হারুন)। আরও উপস্থিত ছিলেন  উন্নয়ন সংঘ ইসলামপুরের টিটিটি ও নিউট্রিশন স্পেশালিষ্ট অফিসার মোঃ খোরশেদ আলম ও  প্রোগ্রাম অফিসার আল মজনু।

 

পিও মোঃ আল মজনু সকল সিএনপি ও পিডিএইচ ভলান্টিয়ারদের মাসিক মূল্যায়ন পরিক্ষার আয়োজন করেন এবং যথারীতি মূল্যায়ন পরিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। 

 

টিটিসি সংক্রান্ত বিষয়ে, বিষয় ভিত্তিক আলোচনা করেন টিটিসি ও নিউট্রিশন স্পেশালিষ্ট অফিসার মোঃ খোরশেদ আলম। তিনি নিয়মিত প্রতি মাসে নির্ভূল ভাবে টিটিসি রিপোর্ট করার জন্য পরামর্শ প্রদান করেন। সেই সাথে তিনি নতুন করে টিটিসি পুরণের দিকনির্দেশনা প্রদান করেন।

 

উক্ত মিটিংয়ে প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ হারুন অর রশিদ (হারুন) সকলের উদ্দেশ্য বলেন, 

 BIeNGS project বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন যে সংস্থা গুলো। দাতা সংস্থা ইউরোপীয়ান ইউনিয়ন ও অস্ট্রেলিয়ান। 

 

কারিগরি সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। 

বাস্তবায়নকারী সংস্থা উন্নয়ন সংঘ, হারভেস্ট প্লাস বাংলাদেশ, আইডিএস এসকল সহযোগী সংস্থার কর্মীদের সাথে যোগসূত্র স্থাপনের জন্য বিশেষ পরামর্শ প্রদান করেন। 

তিনি আরও বলেন উন্নয়ন সংঘ এর আরও কিছু প্রজেক্ট কাজ করে যাচ্ছে, যেমন এনএসবিসি, এমএনআইএইচ, ইত্যাদি। এসকল কর্মীদের সাথে মিলেমিশে কাজ করার জন্য পরামর্শ প্রদান করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর