• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

সিরিজ জয়ের হাতছানি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩  

২০২২ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা মনে আছে? সেবার প্রোটিয়াদের মাটিতে তাদেরই বিপক্ষে প্রথমবারের মতো জিতেছিল বাংলাদেশ। শুধু ম্যাচই নয়, বরং সেবার সিরিজও নিজেদের পকেটে পুরেছিল লাল-সবুজের দল। এবার আরও একবার ইতিহাস গড়ার সামনে টিম টাইগার্স। কারণ এবার তাদের সামনে সুযোগ প্রথমবারের মতো কিউইদের মাটিতেও সিরিজ জেতার। তবে পার্থক্য, সেবার বাংলাদেশ দলে ছিলেন সাকিব, তামিম, তাসকিনদের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটাররা আর এবার টাইগাররা নিউজিল্যান্ড সফরে গেছে তরুণ দল নিয়ে। নেপিয়ারের সুখস্মৃতি নিয়ে বর্তমানে টাইগাররা অবস্থান করছে মাউন্ট মঙ্গানুইয়ে। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামেই। তবে এই মাঠেও কিন্তু টাইগারদের সুখস্মৃতি আছে। হ্যাঁ, এখানেই ২০২২ সালে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার এই মাউন্ট মঙ্গানুইয়েই টাইগারদের সামনে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো সিরিজ জেতার সুযোগ। এই মাঠে এখন পর্যন্ত কিউইদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যদিও হেরেছে দুটিতেই। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টির পরপর দুই ম্যাচ জিতে অনেকটা ফুরফুরে মেজাজেই রয়েছে টিম বাংলাদেশ। গতকাল সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ খেলতে মাউন্ট মঙ্গানুইয়ে অবস্থান করছেন শান্ত-শরিফুলরা। যে কারণে দ্বিতীয় ম্যাচের আগে কোনো প্রকার অনুশীলনের সুযোগই থাকছে না বাংলাদেশের সামনে। বোলিংয়ে বাংলাদেশ যে বরাবরই শক্তিশালী, তা দলটির শেষের দুই ম্যাচ দেখলেই বোঝা যায়। তবে মাউন্ট মঙ্গানুইয়ের পিচ থাকে বরাবরই ব্যাটিং ফ্রেন্ডলি। সে ক্ষেত্রে ম্যাচে প্রথমে ব্যাট করা দল পাবে একটু বাড়তি সুবিধা। কারণ প্রথম ইনিংসে বল দারুণভাবে ব্যাটে এলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করা একটু কষ্টকর হয়ে পড়ে। আর এই স্টেডিয়ামে খেলা ম্যাচগুলোর মধ্যে প্রথমে ব্যাট করা দলই জিতেছে বেশিরভাগ সময়ে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হওয়ার কারণে এ দিন তাই বাড়তি দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরই। এই মাঠে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৬৭, নিউজিল্যান্ডের সর্বোচ্চ ১৯১। কাজেই সিরিজটাকে নিজেদের নামে করে নিতে এদিন নিজেদের সেরা পারফরম্যান্সটাই করতে হবে টাইগারদের। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর