• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বিসিএলের ওয়ানডে চ্যাম্পিয়ন উত্তরাঞ্চল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩  

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিসিএল) ওয়ানডে ভার্সনে শিরোপা জেতেছে উত্তরাঞ্চল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ফাইনালে পূর্বাঞ্চলের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য ৩৮ বল আগেই পূরণ করে উত্তরাঞ্চল। এতে ৪ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছে উত্তরাঞ্চল। এটি তাদের টানা দ্বিতীয় শিরোপা। লক্ষ্যতাড়ায় নেমে পূর্বাঞ্চলের মতোই শুরুটা ভালো হয়নি উত্তরাঞ্চলের। ১০ বলে ১৭ রান করে সাজঘরে ফিরেছেন হাবিবুর রহমান সোহান। তিনে নেমে সুবিধা করতে পারেননি অমিত হাসানও। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন আব্দুল্লাহ আল মামুনও। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও এক প্রান্ত আগলে ব্যাটিং করেছেন তানজিদ হাসান তামিম। ৪৬ বলে ৪৩ রান করে তামিম আউট হলে দলকে জয় এনে দেন মিডল অর্ডারের ব্যাটাররা। ফিফটির দেখা পেয়েছেন প্রীতম ও আকবর। পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাসুম আহমেদ। ১টি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা ও নাঈম হাসান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে পূর্বাঞ্চল। বিপর্যয় থেকে দলকে বাঁচান দিপু এবং পারভেজ হোসেন ইমন। ওপেনিংয়ে নেমে ৮৯ বলে ৭৩ রান করেন ইমন। দিপু অপরাজিত থাকেন ১২২ বলে ৯টি চার ও ২ ছক্কায় ১১৩ রান করে। মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে বড় সংগ্রহ এনে দেয়ার অন্যতম কারিগর ইরফান শুক্কুরও। তার ব্যাট থেকে এসেছে ৩৬ রান। উত্তরাঞ্চলের হয়ে ৫০ রানে ৫ উইকেট নিয়েছেন পেসার নাহিদ রানা। এছাড়া শহিদুল ইসলাম পেয়েছেন একটি উইকেট।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর