• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মারা গেছেন ‘বিশ্ব ফুটবলের প্রিন্স’ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৪  

বিশ্বজয়ী জার্মানি ফুটবল দলের সদস্য ছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। আবার কোচ হিসেবেও দেশকে বিশ্বসেরা করেছিলেন তিনি। ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয় করা তিন ব্যক্তির মধ্যে তিনি একজন। ফ্রাঞ্জ বেকেনবাউয়ার চলে গেলেন না ফেরার দেশে। ফুটবল বিশ্ব দেখলো আরেকটি নক্ষত্র-পতন। মৃত্যুকালে ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বেকেনবাউয়ার। হৃদযন্ত্রে সমস্যার সঙ্গে ছিল ডিমেনসিয়াও! সম্প্রতি শারীরিক অবস্থায় আরও অবনতি হয়। ২০১৫ সালে ছেলে স্টিফেনকে হারানকে এই জার্মান কিংবদন্তী। তারপর থেকে শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। সোমবার পরিবারের তরফে বিবৃতি দিয়ে বেকেনবাওয়ারের মৃত্যুর খবর জানানো হয়েছে। সেখানে বলা হয়, ‘খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, আমাদের কারও স্বামী, কারও বাবা- ফ্রাঞ্জ বেকেনবাওয়ার মৃত্যুবরণ করেছেন। সবার কাছে অনুরোধ, নীরবতার মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা জানাবো। তবে অহেতুক কোনো প্রশ্ন করে বিরক্তি তৈরি করবো না।’ শুধু খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জয় করাই নয়, পেলে-ম্যারাডোনা-ইয়োহান ক্রুয়েফদের সঙ্গে সর্বকালের সেরা ফুটবলারদের সংক্ষিপ্ততম তালিকায়ও রাখা হয় তার নাম। ১৯৯০ সালে জার্মান দলের অধিনায়ক এবং বেকেনবাওয়ারের অন্যতম সেরা বন্ধু লোথার ম্যাথাউস নিউজ পেপার বিল্ডকে বলেন, ‘ধাক্কাটা খুব গভীর। যদিও আমি জানতাম যে, ফ্রাঞ্জ খুব একটা ভালো ছিল না। তার মৃত্যু ফুটবলের জন্য ক্ষতি। সর্বোপরি জার্মানির জন্যও। তিনি ছিলেন সর্বকালের সেরা একজন ফুটবলার এবং কোচ। ছিলেন দুর্দান্ত এক ব্যক্তিত্ব।’ ১৯৭৪ সালে বেকেনবাওয়ারের নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল তখনকার পশ্চিম জার্মানি। এরপর ১৯৯০ সালে বিশ্বকাপজয়ী জার্মান দলের কোচও ছিলেন তিনি। ১৯৬৬ বিশ্বকাপে রানারআপ দলের সদস্য ছিলেন তিনি। ১৯৭০ বিশ্বকাপে তার দল হয়েছিল তৃতীয়। জার্মান ফুটবল এবং বায়ার্ন মিউনিখের সর্বকালের সেরা পোস্টারবয় হিসেবেও পরিচিতি পেয়ে গিয়েছিলেন তিনি। পশ্চিম জার্মানির হয়ে মোট ১০৪টি ম্যাচ খেলেছিলেন তিনি। গোল করেছিলেন ১৪টি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর