• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

১১ জন খ্রিষ্টানের শিরশ্ছেদ করল আইএস

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৯  

আন্তর্জাতিক সশস্ত্র জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) কর্তৃক নাইজেরিয়ায় অপহৃত হওয়া ১১ খ্রিস্টান ব্যক্তিকে শিরচ্ছেদ করেছে।

 

শুক্রবার এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে তারা। ভিডিওটিতে দেখা যায় যে, ১১ নাইজেরীয় খ্রিষ্টান ব্যক্তিকে শিরশ্ছেদের মাধ্যমে হত্যা করছে আইএস সদস্যরা।

 

আইএস এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত অক্টোবরে সিরিয়ায় তাদের নেতা ও মুখপাত্রকে হত্যার বদলা নিতেই তারা যে পাল্টা হামলা ও অভিযান চালাতে ক্যাম্পেইন শুরু করার ঘোষণা দিয়েছিল এই হত্যাকাণ্ড তারই একটা অংশমাত্র।

 

হত্যার শিকার ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও আইএস জানিয়েছে যে হত্যার শিকার ওই খিষ্টান ধর্মাবালম্বীর সবাই পুরুষ।

 

আইএস বলছে, গত সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোরনো থেকে তাদের আটক করা হয়। আর ৫৬ সেকেন্ডর ওই ভিডিওটি প্রকাশ করেছে আইএস-এর সংবাদ সংস্থা আমাক।

 

ভিডিওটি প্রকাশ করা হয়েছে গত ২৬ ডিসেম্বর। বিশ্লেষকরা বলেছেন, এটা স্পষ্ট যে খিষ্টানদের বড়দিন উদযাপনকে লক্ষ্য করে ঘটানো হয়েছে। ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে অপরিচিত এক খোলামেলা জায়গায়। আটক ১১ জনের মধ্যে একজনকে গুলি করে এবং বাকি ১০ জনের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়।

 

প্রসঙ্গত, গত অক্টোবরে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে আইএস-এর নেতা আবু বকর আল-বাগদাদি ও মুখপাত্র আবুল হাসান আল-মুহাজির মার্কিন এলিট বাহিনীর অভিযানে নিহত হন। তার প্রায় ২ মাস পর গত ২২ ডিসেম্বর তাদের হত্যার বদলা নিতে অভিযান শুরুর ঘোষণা দেয় আইএস।

 

তারপর থেকে বদলা অভিযানের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে হামলা করা শুরু করে আন্তর্জাতিক এই জঙ্গিগোষ্ঠীটি। নাইজেরিয়ার ইসলামের নামে চরমপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম যোদ্ধাদের একাংশ এখন ইসলামিক স্টেট পশ্চিম আফ্রিকা ব্যানারে হামলা ও অভিযান পরিচালনা করছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর