• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জলবায়ু রক্ষায় ১০ বিলিয়ন ডলার দিবে জেফ বেজোস

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

বিশ্বের পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১০ বিলিয়ন ডলার অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস। বেজস আর্থ ফান্ড’র উদ্যোগের অংশ হিসেবে ২০২০ সালের মাঝামাঝি সময়ে এই অনুদান প্রদান শুরু করবে।

সোমবার এক ইনস্টাগ্রাম পোস্টে বেজোস জানান, এই অর্থ জলবায়ু পরিবর্তনে লড়াই করা বিজ্ঞানী, কর্মী, বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান এবং এ কাজে জড়িত অন্যান্য সংগঠনের তহবিল সরবরাহ করতে ব্যবহার করা হবে।

 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় সকলের পাশে দাঁড়াতে চান তিনি। তারই অংশ হিসেবে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। এই অর্থের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন পথ খোঁজা যেতে পারে।

 

এছাড়াও তিনি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব মোকাবিলায় পৃথিবীর ছোট-বড় বিভিন্ন প্রতিষ্ঠান, জাতিরাষ্ট্র এবং ব্যক্তি পর্যায় থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

এর আগে, ২০৪০ সালের মধ্যে তার প্রতিষ্ঠান অ্যামাজনকে শতভাগ কার্বন মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন বেজোস।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর