• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

জামালপুরে অবৈধভাবে সম্পত্তি দখলের চেষ্টা, গ্রেফতার ৩

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

জামালপুর পৌর এলাকার বগাবাইদ এলাকা থেকে ভূমিদস্যু চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভার চন্দ্রাঘুন্টি গ্রামের আলম ওরফে গেনার পুত্র মামুন মিয়া, বগাবাইদ গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র আলী ও নাজম। জানা গেছে, জামালপুর পৌর এলাকার বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র এলাকার অসহায় লোকজনের জায়গা জমি দখল করে আসছে। গত ৬ মার্চ বগাবাইদ গ্রামে ফয়সাল খান বাবুর পৈতৃক সম্পত্তি অবৈধভাবে সন্ত্রাসীদের দিয়ে দখল করতে যায়। এ সময় বাবুর স্ত্রীর তাহের জাহান তার মোবাইলে ভূমিদস্যুদের ছবি ধারণ করতে গেলে তাকে বেদম মারধর করা হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে তাকেও মারধরে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ভূমিদস্যুদের বিরুদ্ধে বাবুর স্ত্রী বাদী হয়ে রিয়াদ হাসান খানসহ চিহ্নিত কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার ভোর রাতে অভিযুক্ত আসামিদের মধ্যে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মামলার অন্য আসামি রিয়াদ হাসান খানসহ বাকিরা পলাতক। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর