• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পতিতাপল্লিতে ২ তরুণীকে বিক্রি, উদ্ধার হলেন যেভাবে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

ফরিদপুর শহরের রথখোলা পতিতাপল্লিতে বিক্রি করে দেওয়া চাঁদপুর ও ফেনীর দুই তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান এ তথ্য জানান। গত শুক্রবার সন্ধ্যায় রথখোলা পতিতাপল্লিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। সোমবার রাতে থানায় পাচার চক্রের দুই নারী ও দুই যুবককে আসামি করে মামলা দায়ের করা হলে এদিনই পতিতাপল্লির সর্দারনি পারুল বেগম ওরফে পারুলকে গ্রেফতার করে পুলিশ। আসামিরা হলেন আপন, জহির ও গোয়ালচামট খোদাবক্স রোডের বাসিন্দা ইলিয়াস কসাইয়ের স্ত্রী পতিতা সর্দারনি ববি। আপন ও জহিরের পূর্ণাঙ্গ পরিচয় মেলেনি। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, পার্লারে ভালো বেতনের চাকরির আশায় পরিচিত এক ব্যক্তির সহযোগিতায় চাঁদপুরের ওই তরুণী ঢাকায় যান। পরে রথখোলা পতিতাপল্লিতে নিয়ে এলে দেড় লাখ টাকায় কিনে নেন সর্দারনি পারুল বেগম। এখন থেকে সে পতিতাপল্লির একজন লাইসেন্সধারী সদস্য মর্মে পরদিন একটি সাদা কাগজে জোর করে তার স্বাক্ষর নেন পারুল। ওই তরুণীকে পারুল বাসায় রেখে ববি ও অন্যান্যদের মাধ্যমে পতিতাবৃত্তিতে বাধ্য করান। এর মধ্যে ভুক্তভোগী তরুণী বাড়িতে যোগাযোগের জন্য এক খদ্দেরকে তার ছোট বোনের মোবাইল নম্বর দেন। ওই খদ্দেরের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সন্ধান পায় তার পরিবার। এরপর তার মা ও ফুপা শুক্রবার রথখোলায় এসে তাকে দেখতে পেয়ে কোতোয়ালি থানা-পুলিশকে জানায়। অভিযান চালানোর সময় ফেনীর পূর্ব ছাগলনাইয়ার তরুণী উদ্ধারে পুলিশের সাহায্য চায়। ভুক্তভোগী তরুণী জানান, তাকেও চাকরির প্রলোভন দেখিয়ে প্রথমে ঢাকার মিরপুরের একটি বাসায় এক রাত রেখে রথখোলা পতিতাপল্লিতে এনে পারুলের কাছে বিক্রি করে দেয়া হয়। ওসি আরো বলেন, চাঁদপুরের ওই তরুণীর মা কোতোয়ালি থানায় মানব পাচার মামলা করেন। কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে সর্দারনি পারুকে গ্রেফতার করে। অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর