• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বাংলাদেশের আম্ফান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নিউজিল্যান্ড অধিনায়ক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ মে ২০২০  

ক্রিকেট বিশ্বে ভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিতি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ফেসবুক লাইভে আজ অতিথি ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক। অনুষ্ঠানের শুরুতে তামিম বলেছিলেন ক্রিকেট নিয়েই আলাপ করবেন। 

 

কিউই অধিনায়ক অবশ্য সবার আগে বাংলাদেশের মানুষের খোঁজখবর নিলেন। আম্ফান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন।

 

করোনাভাইরাস মহামারিতে বিশ্ব এমনিতেই বিপর্যস্ত। এর মধ্যে আবার ভারত ও বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গেল সুপার সাইক্লোন ‘আম্ফান’। উইলিয়ামসন এ নিয়ে খোঁজটা নিলেন সবার আগে, ‘বাংলাদেশের মানুষ আশা করি করোনা থেকে নিজেদের এড়াতে পারছে। সাইক্লোন আঘাত হানার কথাও শুনলাম। আশা করি সবাই সুস্থ ও ইতিবাচক আছে’।

 

তামিম জানিয়ে দেন , সাইক্লোন কলকাতায় যতটা আঘাত হেনেছে ততটা ভয়াবহ হয়নি বাংলাদেশে। করোনায় নিজেদের দেশের পরিস্থিতি বলার পর বাংলাদেশের মানুষের পরিস্থিতি জানতে চেয়েছিলেন উইলিয়ামসন। 

 

তামিম জানান, দেশে দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি। এভাবে দীর্ঘদিন লকডাউন থাকলে অন্য সমস্যাগুলো বাড়তে থাকবে। সরকার তাই ধীরে ধীরে সব খুলছে। নইলে ক্ষুধা করোনার চেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়াতে পারে’।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর