• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মানিকগঞ্জে পৌরসভার উচ্ছেদ অভিযান

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসন ও পথচারীদের যাতায়াতের সুবিধার্থে অবৈধ স্থাপনা ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মানিকগঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও পৌর সুপার মার্কেটের সামনের সড়ক ও ফুটপাত থেকে শতাধিক হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম, পৌরসভার প্যানেল মেয়র মো. তসলিম মিয়া ও সংরক্ষিত নারী কাউন্সিলর রাজিয়া সুলতানাসহ থানা পুলিশ ও পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্যানেল মেয়র তসলিম মিয়া জানান, পথচারীদের যাতায়াতের সুবিধার জন্য ও শহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কারণ দীর্ঘদিন ধরে অস্থায়ী ব্যবসায়ীরা অবৈধভাবে ফুটপাত ও সড়কের একাংশ দখল করে ব্যবসা করে আসছে। এতে করে শহরে যানজটের সৃষ্টি হয় এবং পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়। পথচারীদের সুবিধার জন্য যানজট দূর করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর