• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কাজিপুরে দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

সিরাজগেঞ্জের কাজিপুরের সিমান্তবাজার এলাকার স্থানীয় লোকজনের দখলে রাখা দুইশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । 

 

১৯ জানুয়ারি (মঙ্গলবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা সওজ অফিস এই উচ্ছেদ অভিযান চালায়। 

 

সওজ সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ -কাজিপুর আঞ্চলিক মহাসড়কটি স¤প্রসারনের কাজ শুরু হয়েছে। রাস্তার উভয় পাশে সওজ’র  অধিগ্রহণকৃত বেশকিছু জায়গা স্থানীয়রা দখলে নিয়ে অবৈধ স্থাপনা নির্মাণ করে ভোগদখল করে আসছিলো।  রাস্তা স¤প্রসারণের জন্যে এসব স্থাপনা উচ্ছেদ জরুরী হয়ে পড়ে। এলক্ষ্যে গত তিনদিন একটানা সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করে লোকজনকে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। এরপরেও যেসব স্থাপনা সরকারী জমিতে ছিলো সেগুলোকেই বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।  অভিযানকালে অনেক দোকানী দাবী করেন তাদের নোর্টিশ দেয়া হয়নি।  

 

 তবে  উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য গুহ জানান,‘ অবৈধ দখলকারিদের  স্থাপনা সরিয়ে নেয়ার জন্য মাইকিং করা সহ নোটিশ প্রদান করা হয়েছে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর