• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের চানপুর এলাকা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে তিনজনকে তিন লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, গোড়াই ইউনিয়নের চাঁনপুর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে মো. মিলন দেওয়ান, একই এলাকার তারিফ মিয়ার ছেলে মো. মোস্তফা এবং আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের তোতা সিকদারের ছেলে মো. সিকদার।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন বলেন, মির্জাপুরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাটিকাটা, নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এ পর্যন্ত অবৈধ ব্যবসায়ীদেরকে অর্থদন্ড হিসেবে আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকার উপরে জরিমানা করেছি। আজ এই তিন মাটি ব্যবসায়ী নদীর পার কেটে ড্রাম ট্রাক দিয়ে মাটি পাচার করার সময় তাদেরকে আটক করা হয় এবং অর্থদন্ড হিসেবে তিনজনকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর