• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

স্বস্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৪  

পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে জীবন-জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকে হাজারো যাত্রী নিয়ে দেশের বিভিন্ন গন্তব্য থেকে ট্রেন আসে কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে থামে। ট্রেনযাত্রায় অনেকটা নির্ঝঞ্জাট এবং স্বস্তির হওয়ায় সন্তোষ প্রকাশ করছেন যাত্রীরা। সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, সকাল থেকে শিডিউল অনুযায়ী একের পর এক ট্রেন এসে প্লাটফর্মে পৌঁছাচ্ছে। এসব ট্রেনে আপনজনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করার পর ঢাকায় ফিরছেন যাত্রীরা। অনেকে পরিবার-পরিজন নিয়ে প্ল্যাটফর্ম থেকে বের হচ্ছেন। এসব যাত্রীর অধিকাংশই চাকরিজীবী। অফিস-আদালত খোলা হাওয়ায় অনেকটা বাধ্য হয়েই ঢাকা ফিরতে হয়েছে তাদের। তবে স্কুল-কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আরও দেরিতে খুলবে বিধায় অনেকেই পরিবার-পরিজন গ্রামের বাড়িতেই রেখে এসেছেন। বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের ফিরতি টিকিট বিক্রি করা হয় ৩ এপ্রিল; ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৪ এপ্রিল; ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৫ এপ্রিল; ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৬ এপ্রিল; ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৭ এপ্রিল; ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হয় ৯ এপ্রিল। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর ২ ঘণ্টা আগে থেকে প্রারম্ভিক স্টেশন থেকে দেওয়া হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর