• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে মাস্ক ব্যবহার ও ভোক্তা অধিকার আইনে ৩৫হাজার টাকা জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

জামালপুরের বকশীগঞ্জে চলমান করোনা প্রাদুর্ভাবের মধ্যেও মাস্ক ব্যবহার না করায় পথচারী ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি হোটেল মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

 

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযানে জরিমানা আদায় করা হয়। 

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) ¯িœগ্ধা দাস পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। 

 

জানা যায়, সোমবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানে পথচারী সহ, অটোরিকশা চালক, ভ্যান চালক, বিভিন্ন পরিবহনে মাস্ক ব্যবহার না করা এবং পাঁচটি হোটেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ ২৪ টি মামলায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সবাইকে স্বাস্থ্য বিধি চলার পরামর্শ প্রদান করেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর