• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ইসলামপুরে এসএমসি সদস্যদের সিডস এর ধারণায়ন সভা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

প্রাথমিক শিক্ষার গুণগত ও মানোন্নয়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আওতায় ১৭ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দায়িত্ব, কর্তব্য বিষয়ে এক ধারণায়ন সভা অনুষ্ঠিত হয়। উপজেলার কুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশীদ আলম।

কুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের শিক্ষা কর্মকর্তা আবু হেনা মোস্তফা, উপজেলা প্রকল্প সমন্বয়কারী শওকত উসমান প্রমুখ।

সভায় কুলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুলকান্দি টি. কে. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির মোট ২২ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার মানোন্নয়নে কমিটির সদস্যদের সুচারুভাবে দাযিত্ব কর্তব্য পালনের মাধ্যমে ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ, দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত মর্যাদা ও স্থায়ীত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস) প্রকল্পটি উন্নয়ন সংঘ জামালপুর জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে বাস্তবায়ন করে আসছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর