• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পাবনায় তীব্র শীত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪  

শীতে কাঁপছে পাবনা জেলাশহরসহ পদ্মা-যমুনা তীরবর্তী অঞ্চল। তাপমাত্রা ঘোরা ফেরা করছে ৮- ৯ ডিগ্রি সেলসিয়াসে। বুধবার পাবনায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। টানা চারদিন ধরে বন্ধ রয়েছে ১ হাজার ৬৬৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস। এক সপ্তাহ ধরে ঘন কুয়াশা এবং হাড় কাঁপানো শীত। গত এক সপ্তাহে ঠাণ্ডাজনিত রোগে ৫ শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে শিশু এবং বৃদ্ধ বয়সের মানুষ বেশি। জানা গেছে, পদ্মা ও যমুনা নদী তীরবর্তী পাবনায় গত এক সপ্তাহ ধরে চলছে শীতের দাপট। কুয়াশার চাদরে ঢাকা থাকছে প্রকৃতি। কখনো হচ্ছে কুয়াশা বৃষ্টি। প্রচণ্ড হিমেল বাতাসের মধ্যে সূর্যের দেখা মিললেও তা যেন উত্তাপহীন। পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন জানান, গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৮- ৯ ডিগ্রিতে ওঠানামা করছে। বুধবার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ৮.০ ডিগ্রি, সোমবার ৯.২ ডিগ্রি আর রোববার ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত রোববার (২১ জানুয়ারি) থেকে বুধবার (২৪ জানুয়ারি) টানা ৪ দিন জেলার ১ হাজার ৬৬৪টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ রয়েছে। এর আগে রোববার তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রি হওয়ায় সোমবার জেলার সব বিদ্যালয়ের ক্লাশ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পাবনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা জানান, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় কর্তৃপক্ষের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে বুধবার পর্যন্ত জেলার ১ হাজার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে থেকেও জানানো হয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় জেলার ৫২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম জানান, পাবনা জেনারেল হাসপাতালে শীতজনিত রোগী ভর্তি বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান জানান, জেলায় এখন পর্যন্ত শীতার্তদের মধ্যে ৪৫ হাজার কম্বল দেওয়া হয়েছে। বেসরকারি পর্যায়ে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছেন। তিনি জানান, স্বাভাবিক কাজকর্ম কিছুটা ব্যাহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর