• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কোপা আমেরিকা নিয়ে মেসির নতুন পরিকল্পনা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৩  

পরিবার নিয়ে তিনি বড়দিনের ছুটি কাটাচ্ছেন রোজারিওতে। কিন্তু তারই মধ্যে আগামী বছরের কোপা আমেরিকা নিয়েও চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন লিওনেল মেসি। তিনি জানিয়েছেন, নতুন ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে আর্জেন্টিনাকেও আরো একটি সাফল্যের সঙ্গী করতে চান। আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘২০২৪ সালটা আমার কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশ্বকাপ জয়ের পরে আর্জেন্টিনাকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশার মাত্রা আকাশ ছুঁয়েছে। আমাদের এবার লক্ষ্য থাকবে কোপা আমেরিকা জয়।’ তিনি যোগ করেন, ‘অধিকাংশ ফুটবলার এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন ক্লাবে টানা খেলে চলেছে। কিন্তু তার মাঝেই নিজেদের দেশের হয়ে লড়াই করার জন্য তৈরি থাকতে হবে। এই বিষয়ে স্কালোনির সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছে। আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।’ আগামী বছর কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে। যেখানে এই মুহূর্তে মেসি খেলছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমেরিকায় ফুটবল ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ইন্টার মায়ামিতে খেলার সুবাদে সেটা আমি প্রতিনিয়ত অনুভব করি। তা ছাড়াও বিশ্বকাপ জেতার ফলে আর্জেন্টিনা দলের দিকে সকলের নজর একটু বেশি থাকবে। আমি চাই, শতভাগ সুস্থ হয়ে ফুটবলাররা সেখানে খেলতে নামুক। তাহলেই লক্ষ্য স্পর্শ করা সম্ভব।’ ইন্টার মায়ামিকে নিয়ে মেসির প্রতিক্রিয়া, ‘খুব কম সময়ের মধ্যে এই ক্লাবটাকে আমি ভালবেসে ফেলেছি। দলের ফুটবলাররা খুব দায়বদ্ধ এবং ভাল কিছু করার জন্য মরিয়া। নতুন বছরে মায়ামির সমর্থকদের ট্রফি উপহার দিতে আমরা তৈরি থাকব।’

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর